প্রকাশিত: Tue, Apr 2, 2024 12:23 AM
আপডেট: Sun, May 19, 2024 8:29 AM

[১]দুবাইয়ে ১শ ফ্লাইং কার কিনবে আভিটেরা

রাশিদুল ইসলাম: [২] এসব ফ্লাইং কার দুবাইতে যাত্রী পরিবহন করতে শুরু করবে ২০২৫-২৬ সাল নাগাদ। ঘরের দোর থেকেই দুবাইবাসীদের এমন যাতায়াতের সুযোগ দিতে আভিটেরা নামের কোম্পানিটি শ’খানেক ফ্লাইং কার কিনছে। টেক ড্যাড

[৩] আভিটেরার ব্যবস্থাপনা পরিচালক, মোউহানাদ ওয়াদা বলেন, ফ্লাইং কার আসলে একটি সম্পূর্ণ গাড়ি কারণ যাত্রীরা এতে উড়ে যেয়ে তাদের পার্কিং লটে বা বাসভবনে নামতে পারবে। রাস্তায় চলতে চলতে এই গাড়িটিকে ২ মিনিটের মধ্যে একটি উড়ন্ত যানে রূপান্তর করা সম্ভব হবে। 

[৪] এটি টেকঅফের জন্য ১২০-মিটার স্ট্রিপ প্রয়োজন এবং ১১ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উড়তে পারে। অবতরণের পরে, এটিকে বাড়ি বা গন্তব্যে নিয়মিত গাড়ির মতো চালানো যাবে। গাড়ির মতো একই জ্বালানি ব্যবহার করবে। সম্পাদনা: ইকবার খান